শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

এবং অতঃপর

এবং অতঃপর

প্রথমে ভাল লাগা
আর সেই থেকে ভালবাসা
তারপর কিছুটা সময় আনন্দে অতিবাহিত
কোন একটা ছোট্ট কারণে ভূল বোঝাবুঝি
অতঃপর অনুসূচনা
তারপর পুনরায় ভালবাসা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!