শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

দুশ্চিন্তা

"জীবনের প্রতিটি মূহুর্ত পেঁয়াজের মত"!
একটা খোসা ছড়ানোর পর আবার একটা খোসা!
দুর্দশা আর দুর্দিন যেন একের পর এক লেগেই আছে।
শেষ হতেই চায় না!
এত কিছুর মাঝেও সকলে বেঁচে আছি একটা আশায়, যদি জীবনটাকে সুন্দর করে সাজানো যায়, যদি ফিরে পাওয়া যায় সুন্দর অতীত।
হয়তো তখন আর দুশ্চিন্তা করতে হবেনা দুশ্চিন্তা গুলোকে নিয়ে!

Thu, 23 Feb 2017 7:06 PM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!