শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

স্বাধীনতা

মাধ্যমিকের বাধ্যবাধকতায়
বাঁধা তোমার মন,
কবে তুমি স্বাধীন হবে
আর কতক্ষণ......?
পারছে না আর অপেক্ষা
করতে আমার মন,
ফেলে আসা স্মৃতি গুলো
করছে যে স্মৃতিচারণ।
অদৃশ্য ভালবাসার বন্ধনে
আবদ্ধ তোমার মন,
কবে তুমি স্বাধীন
হবে আর কতক্ষণ.......?

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..!
বদলে গিয়ে হয়েছি অন্য আমি..!
যে আমি নিজেকেই চিনতে পারি না..!

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

আর্তনাদ

আত্মকেন্দ্রিক চিন্তাভাবনায়
আত্ননির্ভরশীলের আর্তনাদে
আদরের অভাবে অনাদরে
যোগ-বিয়োগের অভিযোগে
জর্জরিত জীবন!

Fri, 30 Mar 2018 3:00 AM

দুশ্চিন্তা

"জীবনের প্রতিটি মূহুর্ত পেঁয়াজের মত"!
একটা খোসা ছড়ানোর পর আবার একটা খোসা!
দুর্দশা আর দুর্দিন যেন একের পর এক লেগেই আছে।
শেষ হতেই চায় না!
এত কিছুর মাঝেও সকলে বেঁচে আছি একটা আশায়, যদি জীবনটাকে সুন্দর করে সাজানো যায়, যদি ফিরে পাওয়া যায় সুন্দর অতীত।
হয়তো তখন আর দুশ্চিন্তা করতে হবেনা দুশ্চিন্তা গুলোকে নিয়ে!

Thu, 23 Feb 2017 7:06 PM

ইচ্ছে ও স্বপ্ন

"সময় অতিবাহিত হওয়ার
সাথে সাথে
ইচ্ছে ও স্বপ্ন গুলো ধীরে ধীরে মলিন
হতে হতে
কোন এক সময় বিলীন হয়ে যায়"
Mon, 13 Feb 2017 10:04 PM

অন্ধ ভালাবাসা

প্রতিটি সন্তান যেমনঃ পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর তার মা কে ছাড়া আর অন্য কাউকে বোঝে না তেমনি বর্তমানের মেয়েরা অন্ধ ভালাবাসায় প্রগাঢ় বিশ্বাসী!

Tue, 29 Nov 2016 2:32 AM

সময়

ভবিষ্যতের ভাবনা ভাবলে সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়,
বর্তমানের ভাবনা ভাবলে সময় যেন কাটেএএএএএএ নাঅআআআআআ.........
Moral of the story হল ভবিষ্যতের কল্পনা হল রুপকথার মত, যা ভাবা হয় তা হয় না! আমি বাস্তবতার কথা বলছি না, বলছি বর্তমানের কথা।

Sat, 29 Oct 2016 4:39 PM

আগ্রহ

যতটা আগ্রহ ছিল তার উপর তোমার!
পক্ষান্তরে,
তোমার উপর কিঞ্চিৎ পরিমাণ আগ্রহ নেই তার।

Oct 6, 2016

২৮ আর ৩২

২৮ আর ৩২ এর মাঝে অনেক ব্যবধান আছে!
এই সময়ে ইচ্ছে থাকা সত্বেও না বলতে হয়!
কথার পরিমাণও কমে যায়।

Sep 13, 2016

লেখার স্বাধীনতা

স্বাধীন ভাবে লেখার জন্য এক টুকরো কাগজ আর একটা কলম এ যথেষ্ট!

Sep 2, 2016

ভুল কথা

কিছু কথা বলার ছিল কিছু ভেবে
আর বলা হল না কিছু ভেবে,
যদি ভুল ভেবে ভুলে যাও?
ভুলেই আর বলব না ভুল কথা গুলো!!

Sep 1, 2016

সুপ্ত সুন্দর

বিলিয়ে দেওয়া সুন্দর বা প্রদর্শিত সুন্দর কখনও সুন্দর হতে পারে না,
লুকিয়ে থাকা সুপ্ত সুন্দর হল আসল সুন্দর!

Aug 25, 2016

জীবনের পথ

জীবন অনেক সময় উজ্জ্বল হলেও জীবনে চলার পথটা অন্ধকার!

সত্য!

সত্য যতই কুৎসিত হোক না কেন, সেটা ততটাই সুন্দর

সমন্বয়

মানুষ যদি সবসময় হাসি আার আনন্দের মাঝে থাকে তাহলে, "সুখ নামের অদৃশ্য অনুভূতির জিনিস টা অনুভব করতে পারে না! অপরপক্ষে শত দুঃখ কষ্টের মাঝে কিঞ্চিৎ পরিমাণ যদি আানন্দ বা ভাললাগা হয়ে থাকে তাহলে সেটাই হল অনুভূত সুখ", যা সবার ভাগ্যে জোটে না!

Feb-20-2016

আড়াল

পর্দার আড়ালে যা ঘটে তা সত্যি নাও হতে পারে!
কিন্তু......
বাস্তবে যা ঘটে তা সবই সত্যি!
আর এটাই হল বাস্তবতা!.........

Jan-31-2016

মৃত্যু

মৃত্যু

_মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করছে!
কখন কি ভাবে মানুষের মৃত্যু আসে তা কারও বোধগম্য নয়!
পৃথিবীতে জন্মগ্রহণ করলে অবশ্যই কোন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এটাই সত্যি!!
দিন যতই অতিবাহিত হচ্ছে মৃত্যু ততই সন্নিকটে চলে আসছে।
মৃত্যু একটি স্বাভাবিক বিষয় হলেও তা মানিয়ে নেওয়া যে কতটা কষ্টের বোঝানো মুশকিল।
গত কয়েক বছরে অনেক পরিচিত মুখ হারিয়ে গেছে সেই অজানা পথের ভিড়ে!!! সত্যিই বড় কষ্ট হয় সে সব পরিচিত মানুষের কথা মনে হলে!
কতটা সময় যে তাদের সাথে ব্যায় করেছি তার হিসাব নেই!! সেই রোমাঞ্চকর আনন্দের কথা আজ মনে হলে দু'চেখভের পানি আসে!

_হয়তো এ ভাবেই হারিয়ে যাবে সকল পরিচিত মানুষগুলো না ফেরার দেশে!
হয়তোবা একদিন নিজের অজান্তেই এভাবে সকলকে ফাকি দিয়ে হারিয়ে যাব অজানা উদ্দেশ্যে!!!!

Jan-11-2016

সময়ের পরিবর্তন

সময়ের পরিবর্তনে,
মানুষ বদলে যায়,
বদলে যায় তাদের কর্মকান্ড,,
কিন্তু ফেলা আসা অতীতের স্মৃতি গুলো
আগামীর ভবিষ্যৎ হয়ে থাকে!
যদি আবার ফিরে পাওয়া যেত সেই সময়!

বাজে কথা

'কেন জানি
মনে হয়
কিছু কথা!
যে কথার
কোন মানে
নেই,
নেই কোন
অর্থ!!''

খসড়া খাতা

আমার একটা সাদা খাতা ছিল!
কেউ হয়তো ভুলবশতঃ নিজের মনে করে জীবনের খসড়া হিসাব করে ফেলে।
এমন একটা Eraser দরকার যার মাধ্যমে ঐ হিসাব গুলো মুছে দেওয়া যায়!

নজর

ভাল মানুষের ভাল গুণ থাকে।
খারাপ মানুষের কি কখনও ভাল গুণ থাকে?
ভাল মানুষের কখনও কখনও খারাপ গুণ থাকে!
খারাপ মানুষের কখনও ভাল গুণ থাকতে নাই! কারনঃ এতে ভাল মানুষের কু-নজর লাগে!!!!

চাহিদা

চাহিদা

মানুষ যখন ব্যার্থতার চরম পর্যায়ে পৌঁছায় বা জীবনের সকল চাহিদা পুরন হয়, তখন তার আত্মহত্যার প্রবনতা হাজার গুন বৃদ্ধি পায়, আর তখন ভাল-মন্দ বিবেচনা না করে হযবরল করে ফেলে!

এবং অতঃপর ২

এবং অতঃপর-২

আমায় তুমি ভুলে যেও
ভুলে যেও সবই
মুছে দিও স্মৃতি তুমি
ভালবাসি তোমায়।
আসবোনা কভু ফিরে
তোমাদের কাছে
ভেবে নেব ভালবাসা
মরে গেছে।

এবং অতঃপর

এবং অতঃপর

প্রথমে ভাল লাগা
আর সেই থেকে ভালবাসা
তারপর কিছুটা সময় আনন্দে অতিবাহিত
কোন একটা ছোট্ট কারণে ভূল বোঝাবুঝি
অতঃপর অনুসূচনা
তারপর পুনরায় ভালবাসা

পরিবর্তন?

পরিবর্তন?

সময়ের পরিবর্তনের সাথে সাথে
মানুষের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু ভালবাসা অপরিবর্তিত থেকে যায়!
ভালবাসা অবিনশ্বর-
aRaFaT

ভালবাসার চাষ!

ভালবাসার চাষ!
ভালবাসা ভালবাসা
এ যেন পরম আশা,
সবারই একটা আশা
মনেতে থাকে ভালবাসা,
কেউ করে মুখে প্রকাশ
আবার কেউ করে বুকেতে চাষ।
           aRaFaT

ভালবাসা ও বন্ধুত্ব

"ভালবাসা তৈরি হয়
ভাললাগা থেকে,
স্বপ্ন তৈরি হয়
কল্পনা থেকে,
অনুভব তৈরি হয়
অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরি হয়
মনের গভীর থেকে,"
aRaFaT

এলিয়েন

এলিয়েন!
ভিনগ্রহের প্রাণী হলেও পৃথিবী নামক গ্রহে জন্ম এবং সেখানেই বসবাস
 সবসময় চুপচাপ ও একাকী থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি
এলিয়েন বলে!
মানুষ হবার ইচ্ছে অনেক তাই তাদের কৃতকর্ম গুলো পর্যবেক্ষণ করে প্রয়োগের চেষ্টা করি।
যদিও তাদের মত হয় না!
তবে কখনো নিরাশ হই না।
একা থাকতে পছন্দ করলেও আর একটা এলিয়েন এর খোঁজে আছি।
যদি কখনও খুঁজে পাই তাহলে সেই এলিয়েনকেই ভালবাসব......
                                                                                                               aRaFaT

আমিত্ব

আমি তো আজীবনই সাধারণ
তোমাদের অতো রঙ ঝিলিমিলিতে
কি আর আমায় মানায়?
এ মুখে কোনো বিশেষ নেই,
তাই ফিরে চেয়ো না
এ চাহনীতে নেই কোন কাহিনী
অহেতুক কালক্ষেপণ করো না!
আমি তো আজীবনই খুব সাধারণ
আঁধারেতে জ্বলি না,
হঠাৎ এক ঝলক আলোকছটায়
শুধু চোখে পড়ে যায়...
তাতে কি আর বলো?
কোথাও কিছু বাঁধা পড়ে যায়!
তবুও জীবন বয়ে যায়
বহতা নদীর ন্যায়!


Copy post

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!