বদলে গিয়ে হয়েছি অন্য আমি..!
যে আমি নিজেকেই চিনতে পারি না..!
আত্মকেন্দ্রিক চিন্তাভাবনায়
আত্ননির্ভরশীলের আর্তনাদে
আদরের অভাবে অনাদরে
যোগ-বিয়োগের অভিযোগে
জর্জরিত জীবন!
Fri, 30 Mar 2018 3:00 AM
"জীবনের প্রতিটি মূহুর্ত পেঁয়াজের মত"!
একটা খোসা ছড়ানোর পর আবার একটা খোসা!
দুর্দশা আর দুর্দিন যেন একের পর এক লেগেই আছে।
শেষ হতেই চায় না!
এত কিছুর মাঝেও সকলে বেঁচে আছি একটা আশায়, যদি জীবনটাকে সুন্দর করে সাজানো যায়, যদি ফিরে পাওয়া যায় সুন্দর অতীত।
হয়তো তখন আর দুশ্চিন্তা করতে হবেনা দুশ্চিন্তা গুলোকে নিয়ে!
Thu, 23 Feb 2017 7:06 PM
প্রতিটি সন্তান যেমনঃ পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর তার মা কে ছাড়া আর অন্য কাউকে বোঝে না তেমনি বর্তমানের মেয়েরা অন্ধ ভালাবাসায় প্রগাঢ় বিশ্বাসী!
Tue, 29 Nov 2016 2:32 AM
ভবিষ্যতের ভাবনা ভাবলে সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়,
বর্তমানের ভাবনা ভাবলে সময় যেন কাটেএএএএএএ নাঅআআআআআ.........
Moral of the story হল ভবিষ্যতের কল্পনা হল রুপকথার মত, যা ভাবা হয় তা হয় না! আমি বাস্তবতার কথা বলছি না, বলছি বর্তমানের কথা।
Sat, 29 Oct 2016 4:39 PM
২৮ আর ৩২ এর মাঝে অনেক ব্যবধান আছে!
এই সময়ে ইচ্ছে থাকা সত্বেও না বলতে হয়!
কথার পরিমাণও কমে যায়।
Sep 13, 2016
কিছু কথা বলার ছিল কিছু ভেবে
আর বলা হল না কিছু ভেবে,
যদি ভুল ভেবে ভুলে যাও?
ভুলেই আর বলব না ভুল কথা গুলো!!
Sep 1, 2016
বিলিয়ে দেওয়া সুন্দর বা প্রদর্শিত সুন্দর কখনও সুন্দর হতে পারে না,
লুকিয়ে থাকা সুপ্ত সুন্দর হল আসল সুন্দর!
Aug 25, 2016
জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!