অভিযোগ গুলো প্রায় একই রকম!
কেহ তাহাদের মত করিয়া বুঝিবার চেষ্টা করে নাহ,
সকলেই তাহাদেরকে নিজের মতো করিয়া বুঝিয়া চলে॥
কেহ তাহাদের মত করিয়া বুঝিবার চেষ্টা করে নাহ,
সকলেই তাহাদেরকে নিজের মতো করিয়া বুঝিয়া চলে॥
জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!