শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

একটি মিথ্যে স্বপ্ন!

একটি মিথ্যে স্বপ্ন!
অযাচিত কিছু কথা,
আর কাল্পনিক পরিকল্পনা!
এ নিয়েই এগিয়ে চলা।
সামনে এগিয়ে যেতে না যেতেই
অযাচিত কিছু কথা দেয় পিছুটান।
রাতে ঘুমের ঘোরে ভেঙে যায় ঘুম
একটি মিথ্যে স্বপ্নে।।
আর কাল্পনিক পরিকল্পনা বাস্তবে
রূপ দিতে ব্যস্ত বিষম জীবন।
একটি মিথ্যে স্বপ্ন!
অযাচিত কিছু কথা,
আর কাল্পনিক পরিকল্পনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্যাস্ততার ভীড়ে

জীবনে ভাঁজে ব্যাস্ততার ভীড়ে হারিয়ে গিয়েছি আমি..! বদলে গিয়ে হয়েছি অন্য আমি..! যে আমি নিজেকেই চিনতে পারি না..!